নারায়ণগঞ্জে পুলিশি বেষ্টনিতে বিএনপির সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। রবিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনেকটা পুলিশ প্রহরায় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের তিন দিক ঘিরে ছিল বিপুলসংখ্যক পুলিশ।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ বলেন, ‘দেশে এখন বিএনপি সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়াউর রহমান বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্বাধীনতাকে ধুলিসাৎ করে দিচ্ছে এই সরকার। জালেম সরকার ক্ষমতায় থেকে দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিচার বিভাগ আইনশৃঙ্খলা প্রশাসন সবখানে অগণতান্ত্রিক চর্চা চলছে। আমরা রাজপথে থেকে এই বাকশালী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, ‘ক্যাঙ্গারু কোর্টে বিচার করা হচ্ছে। এ কোর্ট শেখ হাসিনা ও আইন মন্ত্রীর নির্দেশে পরিচালিত হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তাদের নির্দেশে পরিচালিত কোর্টের বিচারে আমাদের আস্থা নাই। এ কোর্টের আদেশের প্রতি আমাদের আস্থা নেই। এ কোর্ট স্বৈরাচারি কোর্ট।’

সহ-সভাপতি পারভেজ আহমেদ বলেন, ‘মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদেশের মানুষ এসব বুঝে। মিথ্যা মামলা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে হটানো যাবে না।’

সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে সারাদেশকে কারাগারে পরিণত করেছেন।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ, সহ-সভাপতি আবদুল হাই রাজু, পারভেজ আহমেদ, মনিরুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকা, এমএ আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকুর সাদেক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপন, জেলা শ্রমিকদলের সদস্য সচিব মীরজুল হাসান নয়ন মোল্লা, ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিম হাসান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দীন লাভলু, থানা যুবদল নেতা সিরাজুল ইসলাম সেলিম, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা মাসুম মোল্লা, হুমায়ুন কবির রফিক, ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, মহানগর ছাত্রদল নেতা জাকির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :