৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সরকারি কর্মকমিশন (পিএসসি) এর সভায় এই সিদ্ধান্ত হয় বলে পিএসসির একটি সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে।

গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমএম/জেবি)