রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ২১:৪৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের ৫০ হাজার টাকা না দেয়ায় নেশাসক্ত স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে চনপাড়া পুনর্বাসন এলাকার ৮ নং ওয়ার্ডে।

নিহত গৃহবধূ মুন্সীগঞ্জ জেলার আমঘাটা এলাকার মৃত সেলিম ইসলামের মেয়ে।

গৃহবধূর চাচা ইকবাল হোসেন জানান, বড় ভাই সেলিম ইসলাম মারা যাওয়ার পর মেয়ে সেলিনা আক্তার একা চাচার কাছেই বড় হয়। গত ৬ মাস আগে রূগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের শহিদ মিয়ার ছেলে ইউনুস মিয়ার সঙ্গে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছে। শনিবার রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে বাগবিতন্ডা হয়। রবিবার ভোরে শ্বাসরোধ করে সেলিনাকে হত্যা করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার স্বামীর ঘরে সেলিনা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তারপরও মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :