অবৈধ অভিবাসীরা ফিরে গেলে নগদ অর্থ দেবে জার্মানি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৯

জার্মানিতে আশ্রয়ের জন্য যে সব অভিবাসীর আবেদন নাকচ হয়েছে, তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ ৷ এজন্য জার্মান সরকার নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অর্থের পরিমাণ নেহাতই কম নয়। সর্বোচ্চ তিন হাজার ইউরো পর্যন্ত পাওয়া যাবে।

রবিবার জার্মান পত্রিকা ‘বিল্ড আম সোনটাগ'-কে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডে মেজিয়ের বলেছেন, জার্মান সরকার চায় প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীরা যাতে নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যায়। অর্থাৎ তাদের যেন বলপ্রয়োগ করতে না হয়৷ আর তারা স্বেচ্ছায় ফিরে গেলে সরকারের তরফ থেকে নগদ অর্থ দেয়া হবে।

বেশ কিছু বছর ধরেই জার্মানিতে আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে জার্মান সরকার৷ কেবল যাতায়াত খরচই নয়, সেখানে গিয়ে যাতে তারা ভালোভাবে জীবন শুরু করতে পারে, সেজন্যও অর্থ প্রদান করা হয়ে থাকে৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যাবে তাদের জন প্রতি ১ হাজার ইউরো এবং এক একটি পরিবারকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত দেয়া হবে৷

প্রত্যাখ্যাত শরণার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমরা যারা ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চাও, তাদের নিজের দেশে প্রথম ১২ মাসের আবাসন খরচ দেয়া হবে৷’। এই অর্থ তাদের নিজেদের দেশের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি৷ এছাড়া বাড়িঘর সংস্কার, রান্নাঘর, বাথরুমের জিনিসপত্র কেনার জন্য পাবে অতিরিক্ত অর্থ৷ এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘তোমার দেশ এখন তোমার ভবিষ্যত'৷

আশ্রয়প্রার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘নিজের দেশে তোমাদের অনেক সুযোগ রয়েছে৷ তাই তোমাদের সব ধরনের সহায়তা আমরা দেবো, যাতে সেখানে নিজেকে মানিয়ে নিতে পারো৷’

বাভেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ‘উইকলি ভেল্ট আম সোনটাগ' পত্রিকাকে বলেছেন, যেসব আফগানদের আবেদন প্রত্যাখ্যান হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে, বিমান ছাড়ার আগ মুহূর্তে তারা পালিয়ে গেছে৷

তবে জার্মানির শরণার্থী সমন্বয়কারী পেটার আল্টমায়ার ‘বিল্ড আম সনটাগ' পত্রিকাকে বলেছেন, ‘সিরিয়ার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন৷ কেননা সেখানে এখনো গৃহযুদ্ধ চলছে এবং এখনো সেখান থেকে প্রচুর শরণার্থী আসছে৷’

তিনি জানান, সিরিয়ার প্রতিবেশী দেশ ইরাকে বেশ কিছু আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠানো হয়েছে৷ কিন্তু সিরিয়ায় পরিস্থিতির উন্নতি না ঘটলে সেখানকার শরণার্থীদের এখনো ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি৷

এদিকে, বাভেরিয়া এবং সাক্সনিতে থাকা শরণার্থীদের বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে লাইপসিগ শহরে বৈঠকে বসছেন সেসব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরা৷

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/কেকে/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, শীর্ষনেতাসহ ২৯ মাওবাদী নিহত

ইরানের হামলার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ভারতের কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

ইসরায়েলে হামলার পর পরমাণু স্থাপনা সাময়িক বন্ধ করে ইরান

২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর

ইসরায়েলের পাল্টা হামলার ঘোষণায় উদ্বিগ্ন ইরানিরা

সাইপ্রাসে পুলিশি অভিযানে পাঁচতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশি নিহত 

পাকিস্তানে ভারী বষর্ণ ও বজ্রপাতে নিহত ৩৯

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারেনি ইসরায়েল ও তার মিত্ররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :