যশোরে বাস খাদে পড়ে মুয়াজ্জিন নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯

যশোরে বাস উল্টে খাদে পড়ে মাকসুদুর রহমান (৫০) নামে মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বিশজন আহত হয়েছেন।

সোমবার সকাল নয়টার দিকে যশোর-মাগুরা সড়কের বাঘাড়পাড়া থানার কেষ্টপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মাকসুদুর রহামান যশোর শহরের নিউমার্কেট ‘এ’ ব্লকের মসজিদের মুয়াজ্জিন ও মাগুরা জেলা সদরের মহিশাডাঙ্গা গ্রামের মান্নান মোল্যার ছেলে।

আহতরা হলেন- যশোর সদর উপজেলার ভবানিপুর গ্রামের মো. মহব্বতের স্ত্রী রাবেয়া খাতুন, বলপুর গ্রামের বাবুর স্ত্রী আরজিনা খাতুন, হাসিমপুর গ্রামের রফিকুল ইসলাম, তার স্ত্রী রেস্কনা বেগম, তাদের দুই ছেলে আবু সুফিয়ান ও সালমান, উপশহর এলাকার বিশ্বজিতের স্ত্রী মুক্তা, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জলিলের ছেলে জালাল, একই এলাকার মতিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী লিমা খাতুন, যশোর শহরের শষ্টিতলাপাড়ার নিউটনের স্ত্রী প্রিয়াংকা, তার ছেলে উৎসব, লিমা খাতুন, শরিফুল ইসলাম, মুক্তা, আরমিনা, সিমা, তাসলিমা খাতুন, কুলিসুম, শাফায়েত হোসেন, লুৎফর রহমান ও মতিয়ার রহমান। তাদের যশোর জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

যশোর ফায়ার সার্ভিজের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ও খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি বাস (চট্টম্যাট্ট-চ-১৭৪৪) বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর গ্রামে পৌঁছার পর চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাবিবুর রহমান ভূইয়া জানান, হাসপাতালে আনার আগেই মাসুদুর মারা যান। আহতদের মধ্যে রাবেয়া খাতুন নামে একজনের অবস্থা বেশি খারাপ।

ঢাকাটাইমস/৪ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :