টাঙ্গাইলে ২০০ রাজাকারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৬ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ ২০০ রাজাকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন শাহজাহান চৌধুরী শুকুর নামের এক ব্যক্তি।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩ এর ২ ধারায় এ মামলাটি করা হয়। মামলার বাদী নিজেও নির্যাতনের শিকার বলে জানান। তিনি সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের বাসিন্দা। মামলায় ২০ জনকে সাক্ষী করা হয়েছে।

বিচারক আব্দুল্লাহ আল মাসুম মামলাটি গ্রহণ করে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালের ৭ আগস্ট রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা রাজাকাররা তাকে বাড়ি থেকে উঠিয়ে টাঙ্গাইল এয়ারপোর্টে স্থাপিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করে ডান চোখ চিরতরে অন্ধ করে দেয়। এছাড়াও তারা মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন এলাকায় বহু বাঙালিকে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করে। বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগে উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/আরকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :