সাংবাদিকদের মারধর: ভূমিমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৬

পাবনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে তমাল শরীফসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সকালে আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত ২৯ নভেম্বর পাবনার রুপপুরে সংবাদ সংগ্রহের সময় ভুমিমন্ত্রীর ছেলে তমাল শরীফের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী পাবনায় কর্মরত সময় টেলিভিশন, এটিএন নিউজ, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি ও ক্যামেরা পারসন মিলনের ওপর হামলা চালায়। তাদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় ও ল্যাপটপ ভাঙচুর করে।

এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :