‘অনেক মাওলানা পাকিস্তানের নামে গদগদ হয়ে উঠেন’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:৪৫ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:৪০

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপস্) মো. মোখলেছুর রহমান বলেছেন, ‘বর্তমানে অনেক মাওলানা বা আলেম আছেন যারা পাকিস্তানের নাম শুনলে বা উর্দুতে দুই লাইন ওয়াজ করতে পারলে আনন্দে গদগদ হয়ে উঠেন। সেই আলেমদের জানতে হবে পাকিস্তান এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।’

সোমবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে নগরীর টাউন হল মিলনায়তনে দ্বিতীয় আন্তঃজেলা মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং ‘পস’ মেশিনের মাধ্যমে ট্রাফিক পুলিশের মামলা ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি বলেন, ‘বর্তমান সরকারের আমলে আমরা এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করে দিয়েছি। আগে একই সাথে একই সময়ে সারাদেশে বোমাবাজির ঘটনা ঘটেছিল। আর এটা সম্ভব হয়েছে রাষ্ট্রীয় সহযোগিতায়। তারা যখন রাষ্ট্রীয় সহযোগিতা পেয়েছে তখনই বোমাবাজির ধৃষ্টতা দেখিয়েছে। যখন রাষ্ট্রীয় সহযোগিতা পশ্চাৎবরণ করেছে তখন বোমাবাজরা নির্মূল হয়েছে।’

মোখলেছুর রহমান বলেন, ‘হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল বাঙালি জাতি। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ক্লেইম করেছিলেন। আর এ স্বাধীনতা চাওয়ার অপরাধে ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়েছিল। নিরীহ, নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছিল পাক সেনারা। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর রগকাটা, গলাকাটা বাহিনীসহ জঙ্গিবাদের উত্থান হয়েছিল।’

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, সিআইডি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. আমীর আলী চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, নারী নেত্রী পাপড়ী বোস প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :