শিগগির যশোরে দুই অর্থনৈতিক অঞ্চল

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:৪৯

যশোর সদরের মালঞ্চী ও ঝিকরগাছা উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। দুই-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হবে। আর চলতি মাসেই সেই প্রস্তাব পাশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

প্রস্তাবিত দুটি জোনের অবস্থান ও সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন শেষে সোমবার বিকালে যশোর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ তথ্য দেন।

ব্রিটিশ ভারতের প্রাচীন জেলা যশোরের শিল্প, বাণিজ্যের প্রসারে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবত বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। যশোর জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার জোর দাবি ছিল অন্যতম। জনগণের এই দাবি আমলে নিয়ে যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সর্বশেষ ১০ অক্টোবর যশোরে অর্থনৈতিক জোন করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বরাবর পত্র দেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি সোমবার সরেজমিনে প্রস্তাবিত জোনের অবস্থান, জমি ও যোগাযোগ ব্যবস্থা দেখতে আসেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সদরের আরবপুর ইউনিয়নের ধোপাখোলা, মালঞ্চী এলাকায় ৫০০ একর জমিতে এবং ঝিকরগাছার শরীফপুর, কালিয়ানী এলাকায় ৪০০ একর জমির উপর দুটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত করা হবে। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার বিষয়টি উল্লেখ করে মঙ্গলবার ও বুধবারের মধ্যেই প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হবে। আর চলতি ডিসেম্বর মাসেই এ প্রস্তাবটি পাশ হবে বলে তিনি আশা করছেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি মালয় চৌধুরী, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজায়ে-রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনউজ জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :