ভারতে কারাভোগের পর ফিরলেন ১৩ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৯

ভারতে তিন বছর কারাভোগের পর ১৩ বাংলাদেশী নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় ইমিগ্রেন পুলিশ।

আজ সোমবার রাতে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়া জন্য।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার শফিউদ্দিন ব্য্াপারীর ছেলে

আলামিন ব্যাপারী (৩৪), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হামিদ সরদারের ছেলে হান্নান সরদার (৩১),

নিহার আলী গাজীর ছেলে আব্দুৃল হাই (৩০), মাদারীপুর সদর এলাকার মিন্টু খানের ছেলে মনির খান (৩২) ও কাউজপুর উপজেলার আলী হোসেন মোড়লের ছেলে রাকিব হোসেন মোড়ল (৪৫), নারায়ণগঞ্জ বন্দর এলাকার আলী হোসেন মোড়লের ছেলে আকিব (৩৬),

ফরিদপুরের সদরপুর এলাকার মনা ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০), যশোরের শার্শা উপজেলার শাহাদত সরদারের মেয়ে আঞ্জু বেগম (৩০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আব্দুল রউফের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আলী হোসেন মোড়লের ছেলে রাকিব হোসেন মোড়ল (৩৫) ও আব্দুল কাহারের ছেলে একরাম হোসেন (৩২), মুন্সিগঞ্জের টুংঙ্গিপাড়া উপজেলার খালেক মোললার ছেলে মামুন মোল্লা (৩৪), এয়াকুব ইউছুবের ছেলে ইব্রাহিম শওকত (৩৭)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পড়ে পড়ে তারা অবৈধভাবে ভারতে যান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে মহারাষ্ট্রের কান্নটাকা নামক এলাকা থেকে আটক করে। সাজার মেয়াদ শেষ হওয়ায় পর তারা আজ ফেরত এল। (ঢাকাটাইমস/৪ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :