টাকার অভাবে আইনজীবী পাচ্ছেন না হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৫১

একসময় রাজরানির হালে দিন কাটিয়েছেন। বিত্ত-বৈভব, বিলাসিতায় অভ্যস্ত ছিল জীবন। কোটি কোটি টাকার মালিক সেই হানিপ্রীতকে এখন হাত পেতে টাকা চাইতে হচ্ছে। টাকার অভাবে নিজের জন্য আইনজীবী রাখতে পারছেন না।

ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে চিঠি লিখে সে কথা জানালেন 'ধর্ষক বাবা' রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত।

চিঠিতে হানিপ্রীত লিখেছেন, পঞ্চকুলা বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই চার্জশিট ফাইল করেছে। শুরু হয়েছে শুনানিও। কিন্তু তার কাছে নিজের জন্য আইনজীবী নিয়োগ করার মত কোনও টাকা নেই।

নিজের দুরবস্থার কথা জানিয়ে হানিপ্রীত লিখেছেন, ‘আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। আইনজীবীকে পারিশ্রমিক দেয়ার টাকাও আমার নেই।’

আইনজীবী নিয়োগ করার জন্য জেল কর্তৃপক্ষকে লেখা চিঠিতে নিজের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি চেয়েছেন হানিপ্রীত।

প্রসঙ্গত, গুরমিত রাম রহিম সিং জেলে যাওয়ার পর হানিপ্রীত ফেরার হয়ে যান। তখনই তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেয়া হয়।

সাচ্চা সওদা আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের দিয়েছে রোহতকের বিশেষ আদালত। গুরমিতকে দোষী ঘোষণা করার পরই হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিজুড়ে ছড়িয়ে পড়ে হিংসা। অন্যদিকে পালিয়ে যান হানিপ্রীত।

তদন্তে উঠে আসে, পরিকল্পনা করেই হিংসা ছড়িয়েছিলেন হানিপ্রীত। যাতে পালিয়ে যেতে পারে গুরমিত। এরজন্য হানিপ্রীত দুই কোটি টাকা খরচ করেছিলেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

হিংসা ছড়ানো ও দেশদ্রোহীমূলক কাজকর্মে যুক্ত থাকার দায়ে ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় হানিপ্রীতকে।বর্তমানে রোহতক জেলেই বন্দি রয়েছেন হানিপ্রীত।

সূত্র: জি নিউজ

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :