আনিসুল হক স্মরণে নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের দোয়া স্মরণ সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে প্রয়াত আনিসুল হকের স্মরণে দোয়া ও স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ও নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ-এর ব্যবস্থাপনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া আগে স্মৃতিচারণ বক্তব্যে এফবিসিসিআইএর ভারপ্রাপ্ত সভাপতি বজলুল রহমান বলেন, ‘আনিসুল হক আমাদের ছেড়ে চলে গেলেও সহজে আমরা তাকে দূর করতে পারব না। অমর হয়ে থাকবেন তিনি আমাদের হৃদয়ে। তার মৃত্যুতে সবার হৃদয়ে দাগ কেটেছে। তার কর্মজীবনের ইতিহাস বিশাল।’

বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, ‘আনিসুল হক অন্তরের মানুষ অন্তরেই থাকবেন। যখনই আমাদের মধ্যে দেখা হতো তখনই আমরা একে অপরকে গুরু বলে ডাকতাম। আর সভা সমাবেশের মঞ্চে নাম ধরে ডাকতাম।’

এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, ‘এক সময়ে আমরা তার বিরোধিতা করেছিলাম কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি তার মতো ভালো লোক হয় না। কারণ তিনি ব্যবসায়ীদের উপকার করতেন। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি কোন আপোষ করেননি। গণমানুষের ক্ষতি হোক এমন কোন কাজ কখনো তিনি করেননি।’

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল মোতালেব, এফবিসিসিআইয়ের পরিচালক আজিজুল হক, পরিচালক শফিক ভরসা, বিকেএমইএ-এর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ-এর পরিচালক ছিদ্দিকুর রহমান ও বিকেএমইএর সাবেক সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক প্রমুখ।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :