দেয়াল লিখন ও পোস্টারিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ঢাকা গড়ার যাত্রায় অন্তর্ভুক্ত ‘দেয়াল লিখন, অবৈধভাবে সাঁটানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্ব গুলশানের নিকেতন এলাকায় অবৈধ দেয়াল লিখন ও পোস্টারিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পোস্টারিং করে শহরকে অপরিষ্কার করার অপরাধে তেজগাঁওয়ের হক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নিকেতনের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ও যান্ত্রিক ফাউণ্ডেশনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মেয়র আনিসুল হকের স্বপ্ন পরিচ্ছন্ন ঢাকা তৈরিতে আমরা এখন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ পোস্টারিং ও দেয়াল লিখনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।’

অভিযান চলাকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫ ডিসেম্বর/এএকে/এমআর)