গফরগাঁওয়ে ১৮শ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:১৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১ হাজার ৮০০ অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, রেশমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, হিসাব রক্ষণ কর্মকর্তা মুঞ্জরুল আহসান মিন্টু, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার অবসরপ্রাপ্ত প্রায় ১ হাজার ৮০০ সরকারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রতিমাসের শুরুতে উপজেলা হিসাব রক্ষণ অফিসে অবসরভাতা উত্তোলনের জন্য আসেন। এ সময় অনেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। সে লক্ষ্যে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে প্রতি মাসের প্রথম সপ্তাহের চার দিন (ভাতা উত্তোলন পর্যন্ত) অবসরভোগী সরকারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :