রাঙামাটিতে ছাত্রী নিবাস করল সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৫৮ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:২৭

সেনাবহিনীর উদ্যোগে মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবলাদের জন্য ছাত্রী নিবাস উদ্বোধন করা হয়েছে।

ফিতা কেটে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের পাশে জয়ীতা নামে ছাত্রী নিবাস উদ্বোধন করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল গোলাম ফারুখ, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী প্রমুখ।

ছাত্রীনিবাস উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর হয় আলোচনা সভা।

প্রসঙ্গত, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলটি জাতীয় স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতায় জাতীয়ভাবে চার বার এবং একবার রানার্স আপ হয়। এ বিদ্যালয় থেকে জাতীয় বালিকা ফুটবল দলে চর জন খেলোয়াড় রয়েছে।

গত ১৩ জুন পাহাড় ধসে বিদ্যালয় ও বিদ্যালয়ের ছাত্রী নিবাসটি ক্ষতি হয়। এতে বালিকাদের ফুটবল খেলা ও পড়াশুনা ব্যহত হলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার বিদ্যালয়ে একটি ছাত্রীনিবাস নির্মাণের প্রতিশ্রুতি দেন। তারই আলোকে ৩০ লাখ টাকা ব্যয়ে এ ছাত্রী নিবাস নির্মাণ হয়।

পাঁচ কক্ষবিশিষ্ট ভবনে ২টি থাকার কক্ষ, একটি রান্নার কক্ষ, একটি খাবার কক্ষ এবং একটি মিলনায়তন রয়েছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :