পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩০

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার অভিযান চালিয়ে পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার পরশুরাম উপজেলার বাঘমারায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৮৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ৭৩১টি ভারতীয় শাড়ি, ৫শ ২০টি থ্রিপিস, ২ হাজার ৩৭০টি প্যান্ট ও শার্ট উদ্ধার করা হয়।

আগের দিন সোমবার রাতে সুবেদার একে ফজলুল হক ও নায়েব সুবেদার আবদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ও মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ৮৮ লাখ ৯৫ হাজার ৩৯০ টাকা মূল্যের ট্রাক ভর্তি বিভিন্ন প্রকারের ১ হাজার ৩৭৫ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অবৈধ মালামাল ফেলে পালিয়ে যায়।

৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান ঢাকাটাইমসকে জানান, জব্দ অবৈধ মালামালগুলো ফেনী কাস্টমস্ ও সামাজিক বন বিভাগে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :