বনানীতে ব্যবসায়ী খুনে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
নিহত সিদ্দিক হোসেন

রাজধানীর বনানীতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসের মালিক সিদ্দিক হোসেন হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), যিনি হত্যার ওই ঘটনার সমন্বয়কারী করে জানিয়েছে ডিবি।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে বলে খুদেবার্তায় জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। তার ব্যাপারে বিস্তারিত জানাতে সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং ডাকা হয়েছে।

উল্লেখ্য গত ১৪ নভেম্বর রাতে বনানী ‘বি’ ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে অবস্থিত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসে এজেন্সি মালিক মো. সিদ্দিক হোসেন খুন হন। এই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা হয়। ডিবি পুলিশ মামলটি তদন্ত করছে।

ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এএ/এমআর