কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৩

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। তার নাম আব্দুর রহিম (৯০)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

মৃত আব্দুর রহিম (৯০) নেত্রকোনার আটপাড়া থানার মির্জাপুর এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান ঢাকাটাইমসকে জানান, ফাঁসির দ-প্রাপ্ত আসামি আব্দুর রহিম তার দুই ছেলেসহ এই কারাগারে বন্দি রয়েছেন। বুধবার ভোরে আব্দুর রহিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

নেত্রকোনার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলেকে ফাঁসির সাজা দেন আদালত। ২০১৫ সালের ১৭ মে থেকে তারা এ কারাগারে বন্দি রয়েছেন।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :