সিলেটে পাথর কোয়ারি দখল নিয়ে সংঘর্ষ: ৭৭ জনের বিরুদ্ধে মামলা

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০

সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিতে জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুপুরে দরবন্ত মোহাইল গ্রামের আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর থানায় এ মামলাটি করেন বলে জানিয়েছেন জন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ ময়নুল জাকির।

ওসি বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে প্রধান করে ৭৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত এজহারনামীয় তিনজনসহ নয়জনকে আটক করেছে।

গত রবিবার দুপুরে শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসাইন আহমদ নামে একজন।

নিহত হোসাইন কামাল আহমদের পক্ষের লোক। ওসি জানান, কিছুদিন ধরে ওই পাথর কোয়ারির জমির দখল নিয়ে লিয়াকত ও কামালের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। নিহতের ভাই আমিন হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :