জুডিশিয়াল সার্ভিস কমিশনে নতুন দুই সদস্য

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জুডিশিয়াল সার্ভিস কমিশনে দুইজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. রহমত উল্লাহ।  

বুধবার এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ৩ (২) ও ৩ (৩) মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. রহমত উল্লাহকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

২০০৭ সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠিত হয়। জুডিশিয়াল সার্ভিস কমিশন ১৯৯৯ সালের দেওয়ানি আপিল নাম্বার ৭৯ (মাসদার হোসাইন বনাম অর্থসচিব, বাংলাদেশ) মামলার রায়ে আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলসের অধীনে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করে। এ কমিশনের দায়িত্ব হলো বিচার বিভাগের প্রারম্ভিক পদে (সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নিয়োগদানের যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করা।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এমএবি/জেবি)