বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি বিএনপিকে চপেটাঘাত: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭
ফাইল ছবি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির মাধ্যমে ইতিহাস বিকৃতিকারী বিএনপিকে চপেটাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে জাতির পিতার ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে; অথচ বিএনপি এ ভাষণকে এক সময় নিষিদ্ধ করেছিল। এবার এ ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বিএনপির গালে চপেটাঘাত দিল জাতিসংঘ।’

বুধবার দিনাজপুরের বোচাগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, ‘৭ মার্চের ভাষণটি যেমন বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র তেমনি এ ভাষণটি বিশ্বের অধিকার হারা নিপীড়িত মানুষের অধিকার আদায়ের দলিল। আর সে ভাষণকে বিএনপি নিষিদ্ধ করেছিল। আজকে আমাদের সে লজ্জা দূর হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা।’

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে খালিদ বলেন, ‘যারা বিকৃত ইতিহাস পড়েছে তাদের কোনো দোষ নেই। অপরাধী সেসব খলনায়ক, যারা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে লজ্জিত করেছেন।’ তরুণদের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান তিনি।

খালিদ বলেন, ‘৭ মার্চের ভাষণের মর্মার্থ হচ্ছে, স্বাধীনতা আর স্বাধীনতা। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশকে আরেকবার বিশ্ব দরবারে সম্মানিত করলেন।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আবারো দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে কলঙ্কিত করবে। ক্ষমতার বাইরে থেকেই খালেদা জিয়া মুক্তিযুদ্ধে নিহত শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করেছেন।’ মুক্তিযুদ্ধের স্পিরিট ও সমৃদ্ধির ধারায় শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালিদ।

উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :