কুমিল্লার জয়ে শেষ লিগ পর্ব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৪৬ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৩৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে ২৫ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচের মাধ্যমেই শেষ হলো লিগ পর্ব। আর এই জয়ের মাধ্যমে লিগ পর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকল কুমিল্লা। ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকে বিদায় নিল সিলেট। আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সাব্বির রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে গ্রায়েম ক্রেমার ৩টি, মেহেদী হাসান ২টি ও হাসান আলী ২টি করে উইকেট নেন।

সিলেট সিক্সার্স ব্যাট করতে নেমে দলীয় সাত রানে প্রথম উইকেট হারায়। মেহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩৭ রানে গ্রায়েম ক্রেমারের বলে বোল্ড হন নাসির হোসেন। দলীয় ৬৪ রানে গ্রায়েম ক্রেমারের বলে রকিবুল হাসানের হাতে ক্যাচ হন আন্দ্রে ফ্লেচার।

দলের রান যখন ৭২ তখন গ্রায়েম ক্রেমারের বলে আরাফাত সানির হাতে ধরা পড়েন বাবর আজম। দলীয় ৮৩ রানে মেহেদী হাসানের বলে জস বাটলারের হাতে ক্যাচ হন রস হোয়াইটলি। এরপর দলীয় ১১৯ রানে হাসান আলীর বলে মেহেদী হাসানের হাতে ক্যাচ হন সাব্বির রহমান। ২০ বল খেলে ৩১ রান করেন তিনি। ১৯তম ওভারে হাসান আলীর বলে বোল্ড হন সোহেল তানভীর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে লিটন দাস ৬৫, মারলন স্যামুয়েলস ৫৫ ও শোয়েব মালিক ২৮ রান করেন। সিলেট সিক্সার্সের পক্ষে নাবিল সামাদ ১টি, নাসির হোসেন ১টি, কামরুল ইসলাম রাব্বী ১টি ও রস হোয়াইটলি ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ২৫ রানে জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ১৭০/৪ (২০ ওভার)

(লিটন দাস ৬৫, জস বাটলার ৩, ইমরুল কায়েস ৭, মারলন স্যামুয়েলস ৫৫, শোয়েব মালিক ২৮*, হাসান আলী ১*; নাবিল সামাদ ১/৩৩, সোহেল তানভীর ০/৩০, নাসির হোসেন ১/২০, মোহাম্মদ শরীফ ০/২৫, কামরুল ইসলাম রাব্বী ১/২৯, রস হোয়াইটলি ১/২৬)।

সিলেট সিক্সার্স ইনিংস: ১৪৫/৭ (২০ ওভার)

(মোহাম্মদ রিজওয়ান ৬, আন্দ্রে ফ্লেচার ২৫, নাসির হোসেন ১২, বাবর আজম ২০, সাব্বির রহমান ৩১, রস হোয়াইটলি ৬, সোহেল তানভীর ৯, মোহাম্মদ শরীফ, শরীফুল্লাহ; আল-আমিন হোসেন ০/২৭, মেহেদী হাসান ২/৩১, হাসান আলী ২/৩৫, গ্রায়েম ক্রেমার ৩/১৫, মোহাম্মদ সাইফউদ্দিন ০/২৬)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :