লিগ পর্ব শেষে কারা কোন অবস্থানে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৪৪

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের লিগ পর্ব। এবার অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্ব। এই পর্বে অংশ নিবে চারটি দল। তারপর ফাইনাল।

সাতটি দলের অংশগ্রহণে গত ৪ নভেম্বর শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। এই পর্বে প্রত্যেকটি দল ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। লিগ পর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স। নয় পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে সিলেট সিক্সার্স।

আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে রাজশাহী কিংস। আর সাত পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল প্লে-অফে খেলবে। বাকি তিনটি দল বিদায় নিবে।

বিপিএলে লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিল

অবস্থান

দলের নাম

মোট ম্যাচ

মোট পয়েন্ট

১.

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১২

১৮

২.

ঢাকা ডায়নামাইটস

১২

১৫

৩.

খুলনা টাইটান্স

১২

১৫

৪.

রংপুর রাইডার্স

১২

১২

৫.

সিলেট সিক্সার্স

১২

৬.

রাজশাহী কিংস

১২

৭.

চিটাগং ভাইকিংস

১২

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :