ট্রাম্পের ঘোষণার পরই ফিলিস্তিন-ইসরায়েল নাগরিকদের সংঘর্ষ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

দখলকৃত ভূখণ্ডে ইসরায়েল ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার রাতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তার এই ঘোষণার আগে সারা বিশ্ব থেকে সতর্ক করা হয় যে, এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে দেবে। কিন্তু ট্রাম্প এসব সতর্ক বার্তা মোটেই আমলে নেননি।

এরইমধ্যে গাজা উপত্যকা ও বেথলহাম শহরে ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং গাজা উপত্যকায় ট্রাম্পের কুশপুত্তলিক পোড়ানো হয়েছে।

এছাড়া, ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বেথেলহাম শহরে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বড়দিন উপলক্ষে সাজানো ক্রিসমাস ট্রি’র আলোকসজ্জার সুইচ বন্ধ করে দেন। বড়দিনে আলোকসজ্জা চালু করা হবে কিনা তা নিশ্চিত নয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসআই)