আনিসুল হকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব গ্রহণ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রিপরিষদ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন সময় বিকাল ৪টা ২৩ মিনিট) ওয়েলিংটন হাসপাতালে মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। গত ২ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। এর আগে ২০১১ সালের নভেম্বরে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে দু'ভাগে ভাগ করা হয়।

ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এমএম/এমআর