কম্বোডিয়ার প্রধান সড়ক বঙ্গবন্ধুর নামে

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:২৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কম্বোডিয়ার রাজধানী নমপেনের প্রধান সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়েছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে এই নামকরণ করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে গণভবনে কম্বোডিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের গুলশানের একটি পার্ক রোডের নামও দেশটির প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর কম্বোডিয়া সফরে যান শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সফর শেষে গত ৫ ডিসেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর দুই দিনের মাথায় সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করে তিনি।

এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে আশার কথা জানান প্রধানমন্ত্রী।

বিদেশ সফর শেষে বরাবর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তবে মাঝে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলন করেননি শেখ হাসিনা। লিখিত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এমবি/ডব্লিউবি