ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে আসবে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৫
ফাইল ছবি

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘নিষ্পাপ শিশুকে পেট্রলবোমা মেরে হত্যা, পুলিশ সদস্যদের হত্যা, পোলিং অফিস পুড়িয়ে দেয়া, ৯৩ দিন হরতালের মতো কর্মসূচির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী একাদশ নির্বাচনের প্রস্তুতি নেবে।’

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন পত্রিকা ‘অর্থসূচক’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তখন কি পরিস্থিতি তৈরি করেছিল আমরা তা দেখেছি। তারা ২৪ পুলিশ সদস্যকে হত্যা করেছে, নিষ্পাপ শিশুকে পেট্রলবোমা মেরে হত্যা করেছে। ৫০০ পোলিং অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। আবার ২০১৫ সালে ৯৩ দিন হরতাল দিয়েছে। তাদের কোন কর্মসূচিতেই লাভ হয়নি। আমি মনে করি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে।’

গত মঙ্গলবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের হামলার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘তার এখনো যদি এ ধরণের আচরণ করতে থাকে তাহলে ভবিষ্যতে কি করবে। বিচার হচ্ছে। বিচারের ওপর তো কারো হাত দেয়া উচিত না। উনি (খালেদা জিয়া) কোর্ট থেকে যাচ্ছেন, পেছনে উনার ছেলেরা কী করণে গাড়ি ভাঙা শুরু করলো। এটা তো ভালো লক্ষণ না। আগামীতে যদি এগুলো হয় তাহলে ফল ভালো হবে না। সরকার তো পদক্ষেপ নিবে, সরকার আইন-শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক ভিত্তিতে আমরা নির্বাচন করেছি। আমাদের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে গণভবনে দাওয়াতও দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ও দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। এমনকি ওনার ছেলেকে দেখতে গেলেও প্রধানমন্ত্রীকে ঢুকতে দেয়া হয়নি।’

পুঁজিবাজার বিষয়ে সচেতনতা বাড়াতে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো মেলা শুরু হয়েছে।

মেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ার লেনদেনকারী ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

এক্সপোতে প্রবেশে কোনো টিকিট প্রয়োজন হবে না, তবে প্রত্যেককে কুপন দেওয়া হবে। যাতে র‌্যাফল ড্রর মাধ্যমে রানার অটোমোবাইলসের সৌজন্যে একটি ১২৫ সিসি মোটরসাইকেল, হিল টাওয়ার হোটেলে সঙ্গীসহ দুই রাত থাকার কুপন দেয়া হবে। এছাড়া প্রতিদিন একটি করে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও একটি করে স্মার্টফোন দেয়া হবে।

এক্সপোর তিন দিনে পুঁজিবাজার ও অর্থনীতি বিষয়ে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। শনিবার পর্যন্ত চলা মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এএকে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

ট্রেন দুর্ঘটনায় আহত আনু মুহাম্মদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের

আসুন সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই: ড. কামাল হোসেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :