শীতলপাটি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন পদ্ধতি ইউনেস্কোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’হিসেবে স্বীকৃতি দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

শফিউল আলম বলেন, ‘সিলেটের ঐহিত্যবাহী শীতলপাটি ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে।

বুধবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ইউনেস্কোর ইন্টারগভার্নমেন্টাল কমিটি ফর দ্য সেফগার্ডিং অব দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ কমিটির ১২তম অধিবেশনে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি) হিসেবে স্বীকৃতি দেয়।

ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এমএম/এমআর