পাঁচ ম্যাচে মোস্তাফিজের চার উইকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:০১

এবারের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। লিগ পর্ব থেকেই তার দল বাদ পড়েছে। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে দর্শক সারিতে বসেই কাটাতে হয়েছে তাকে। শেষদিকে এসেছে খেলেছেন পাঁচটি ম্যাচ।

পাঁচ ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান উইকেট নিয়েছেন চারটি। মূলত তিনি উইকেট শিকার করেন দুইটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচে উইকেটশূন্য থাকেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুইটি ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুইটি করে উইকেট শিকার করেছিলেন তিনি।

পাঁচ ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিং ইকোনোমি রেট ৮.৪০। বেস্ট বোলিং ফিগার ২/১৮। বোলিং গড় ৪০.২৫। স্ট্রাইক রেট ২৮.৭। লিগ পর্বে মোট ১২টি ম্যাচ খেলে চারটিতে জয় পায় রাজশাহী কিংস। আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে থেকে তারা টুর্নামেন্ট শেষ করে।

এবারের বিপিএলে আইকন খেলোয়াড় হিসাবে বরিশাল বুলসের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু বরিশাল বুলস বাদ পড়ে যাওয়ায় তার নাম উঠে প্লেয়ার্স ড্রাফটে। সেখান থেকে রাজশাহী কিংস দলে ভেড়ায় মোস্তাফিজুর রহমানকে।

(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :