নৌকার বিরোধিতা মানে স্বাধীনতার বিরোধিতা: দোলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:০৭ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫

নৌকা প্রতীকের বিরোধিতা করা মানে দেশের স্বাধীনতার বিরোধিতা করা বলে মন্তব্য করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘নৌকা প্রতীকের বিরুদ্ধে যারা কাজ করছেন তারা শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরোধিতা করছেন না, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছেন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত নির্বাচনী সভায় দোলন এ কথা বলেন।

গোপালপুর বাজারে এই সভা হয়। এই ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান।

আরিফুর রহমান দোলন বলেন, ‘যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ করেন তাহলে শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন তার প্রতি সমর্থন দিতে হবে।’ তিনি বলেন, ‘নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক। উন্নয়নের প্রতীক। অগ্রগতির প্রতীক। তাই সকল মুক্তিযোদ্ধাদের সংঘঠিত হয়ে এই নৌকা প্রতীকের জন্য কাজ করতে হবে।’

নৌকা প্রতীককে পরাজিত করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘কতিপয় বিপথগামী মানুষ নৌকা প্রতীককে পরাজিত করতে কাজ করছেন। নৌকাকে পরাজিত করলে ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীককে অবশ্যই বিজয়ী করতে হবে।’

আরিফুর রহমান দোলন বলেন, ‘ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না। যারা এ কাজ করছেন তারা আওয়ামী লীগের ভালো চান না।’

২নং গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হাফিজ উদ্দিন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান ইকু প্রমুখ। সঞ্চালনা করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :