হিগুয়েনের পাশে মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:০৯ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:৩৫

হিগুয়েনকে দিয়ে কিছু হবে না, ওর দিন শেষ! ফুটবল বিশেষজ্ঞ থেকে অনুরাগী বেশিরভাগের মুখে এই কথা। কিন্তু হিগুয়েনের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি। বুঝলেন তার মূল্য।

মেসির সাফ কথা, ‘অনেকবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এবার সময় হয়েছে অন্যভাবে ভাবার। হিগুয়েনকে আর্জেন্টিনা দলে দরকার। কারণ ও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। আর সেটা ও বারবার দেখিয়েছে।’

কোচ সাম্পাওলিকে নিয়েও মুখ খুলেছেন মেসি। ‘আর্জেন্টিনা দলটার ঐতিহ্য অন্যরকম। চিলির কোচ থাকাকালীন প্রত্যেক ম্যাচেই জিততে হবে, এই চাপটা সাম্পাওলির ওপর ছিল না। কিন্তু আর্জেন্টিনায় এই চাপটা ওনার ওপর ভয়ঙ্কর মাত্রায় আছে।’

‘ওনি (সাম্পাওলি) তো আমাদের দলের দায়িত্ব নেওয়ার আগে থেকেই পরীক্ষা দিয়ে চলেছে। তখন থেকেই তো লোকে বিচার করতে শুরু করেছে, সাম্পাওলি ঠিক কেমন কোচ। কতখানি দক্ষ। সাম্পাওলি আমার সম্পর্কে বারবার বলেছেন, আমিই নাকি বিশ্বের সেরা। এই মানুষটার ওপর আমাদের ভরসা করতেই হবে।’মন্তব্য পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :