দেশব্যাপী বৃদ্ধভাতা চালু করবে জয়যাত্রা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৯

দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বৃদ্ধভাতা চালু করার উদ্যোগ নিচ্ছে জয়যাত্রা ফাউন্ডেশন। ঢাকাটাইমসকে এমন উদ্যোগের কথা জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।

তিনি বলেন, চার থেকে পাঁচ বছর আগেই জয়যাত্রা ফাউন্ডেশন বৃদ্ধভাতা প্রকল্প চালু করেছে। শুরুতে এটি কুমিল্লায় সীমিত আকারে চালু করা হলেও এখন সারাদেশে এই প্রকল্প চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশে এই প্রথম বৃদ্ধভাতা দেশব্যাপী চালু করতে যাচ্ছে কোনো বেসরকারি সংস্থা জয়যাত্রা ফাউন্ডেশন।

ইতোমধ্যে বৃদ্ধভাতা প্রকল্পের আওতায় গোধূলী আলো নামে চারটি শাখা খুলেছে জয়যাত্রা ফাউন্ডেশন। আজ শুক্রবার কুমিল্লা, ময়নামতি, বুড়িচয় থানার দেবপুর বাজার চান্সসার গ্রামে এক লাখ ২০ হাজার টাকার বৃদ্ধভাতা দেয়া হয়েছে। এছাড়া তিন হাজার কম্বল দেয়া হয়েছে।

জয়যাত্রা ফাউন্ডেশনের প্রধান বলেন, বিদ্যমান প্রকল্পে বৃদ্ধদের অনেকেই মারা গেছেন। সেইখানে আবার নতুন বৃদ্ধদের নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সারাদেশে এই উদ্যোগ চালু করতে পারবো। আমরা চাই দেশের সকল বৃদ্ধ এই প্রকল্পের আওতায় আসুক।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :