মঠবাড়িয়ায় মিরুখালী এসএসসি কেন্দ্র স্থগিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেএসসি পরীক্ষায় বাইরে থেকে উত্তরপত্রে লিখে দেয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগে স্থানীয় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের আসন্ন এসএসসি কেন্দ্র স্থগিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এ খবরে শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের শিক্ষার্থী মাইনুল ইসলাম জনৈক শিক্ষকের সহযোগিতায় বাইরে থেকে লিখে আনা উত্তর পত্রের সাথে অতিরিক্ত পত্র (লুচ সিট) গেঁথে দেয়। বরিশাল বোর্ডের নিযুক্ত পরীক্ষক খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর হাতের লেখার সাথে অতিরিক্ত উত্তরপত্রের অমিল হওয়ায় বিষয়টি পরীক্ষকের কাছে ধরা পড়ে। পরে এ বিষয়টি পরীক্ষক বোর্ড কর্তৃপক্ষকে জানালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের স্মারক নং- বশিবো/পনি/এসএসসি/২০১৭/১৮০২, তারিখ ৫/১২/২০১৭ইং বোর্ডের ওয়েবসাইটে ওই কেন্দ্র স্থগিতের আদেশ দেয়।

ওই কেন্দ্র সচিব ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান কেন্দ্র স্থগিতের কথা স্বীকার করে জানান, বোর্ডের ওয়েবসাইটে এ আদেশ পেয়েছি। তিনি আরও জানান, শিক্ষার্থীরা কক্ষে বসে কি করে তা আমার জানার কথা নয়? তবে তিনি দাবি করেন ওই শিক্ষার্থী মাইনুল ইসলাম আমার স্কুলের ছাত্র।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক পরীক্ষা কেন্দ্র স্থগিতের সত্যতা নিশ্চিত করে জানান, ওই কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় কেন্দ্র স্থগিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :