চরমপন্থী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ২১:২০

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটায় চরমপন্থী দলের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামের সাইদুর, সদর উপজেলার আলুকদিয়া গ্রামের লুৎফর রহমান লুতু, তার স্ত্রী ইসরাত খাতুন ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের শাহাবুল।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন ইটভাটায় চরমপন্থী দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। চাঁদার নির্ধারিত টাকা না দিলেই চালানো হতো ইটভাটায় বোমা হামলা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, সম্প্রতি এই চক্রের বেপরোয়া চাঁদাবাজির খবরে জেলা পুলিশের বেশ কয়েকটি টিম তাদের গ্রেপ্তারে মাঠে নামে। একই সাথে অভিযুক্তদের মোবাইল ফোন ট্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পুলিশ দাবি করছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে শুক্রবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে গ্রেপ্তারদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করলে গ্রেপ্তাররা চাঁদাবাজির কথা স্বীকার করেন।

শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :