ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে বাস, পথচারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৯

গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় লুৎফর রহমান শেখ (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ইসলাম শেখের ছেলে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটার উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ফালগুনী পরিবহন রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। আর টুঙ্গিপাড়া পরিবহনের বাসটি গোপীনাথপুর স্কুলের দেয়াল ভেঙে বাউন্ডারির মধ্যে ঢুকে যায়। এ সময় বাসের চাপায় পথচারী লুৎফর রহমান শেখসহ অন্তত উভয় বাসের ১১ যাত্রী আহত হন। পরে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত লুৎফর রহমান শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :