কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৭, ১০:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ১৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে সেমুলিকি শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে। অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স নামের ওই বিদ্রোহী গ্রুপের হামলার ঘটনায় এখনো তিনজন নিখোঁজ আছেন।

বিদ্রোহীদের এই হামলাকে সাম্প্রতিক সময় জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ঘটে যাওয়া সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং নিহত শান্তিরক্ষীদের জন্য গভীর শোক প্রকাশ করেন। শান্তিরক্ষীদের উপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

জাতিসংঘ শান্তি মিশনের দায়িত্বে থাকা আন্ডার সেক্রেটারি জেনালে জ্য-পিয়েরে ল্যাঁক্রুয়ার বলেছেন, ওই ঘাঁটিতে আরও সৈন্য পাঠানো হয়েছে এবং আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআর