‘নো কোচ, নো প্রবলেম’ পাপনকে তিন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮

জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হেড কোচ না হলেও কোনো সমস্যা নেই বলে মত দিয়েছেন তিন ফরম্যাটের তিন অধিনায়ক। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসানকে তারা জানিয়েছেন, হেড কোচ ছাড়া খেলতে তাদের কোনো অসুবিধে হবে না।

রিচার্ড পাইবাস ইন্টারভিউ দিয়েছেন। রবিবার ইন্টারভিউ দিবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।কাল চূড়ান্ত হতে পারে নতুন হেড কোচ। আবার না হওয়ার সম্ভাবনাও রয়েছে। কোচ নিয়োগে দেরিও হতে পারে। কোচ যদি চূড়ান্ত না হয় সেক্ষেত্রে সামনের সিরিজ নিয়ে তিন অধিনায়কের মনোভাব বা প্রতিক্রীয়া কী- এটা জানার জন্য মাশরাফি, সাকিব ও মুশফিককে নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেখানে তারা জানিয়েছেন, কোচ না হলেও আপাতত সামনের সিরিজটা তারা চালিয়ে নিতে পারবেন।

তিন ফরম্যাটের তিন অধিনায়কের সঙ্গে আলোচনা শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন,‘ আমরা কোচ নির্বাচনের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। এমনও তো হতে পারে আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে কোনও কোচ নিয়োগই দিলাম না। তাহলে কি হবে? সেজন্য ওদেরকে বলেছি, ওরা নিজেরা মিলে যেন এখন থেকেই একটা পরিকল্পনা করে ফেলে, সামনের সিরিজটা আমরা কিভাবে খেলব।’

কোচ না এলেও তিন অধিনায়ক- মাশরাফি, মুশফিক ও সাকিব খেলা চালিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন। নাজমুল হাসান বলেন, ‘জানতে চেয়েছি ওরা আত্মবিশ্বাসী কিনা। ওরা সবাই একবাক্যে স্বীকার করেছে পুরোপুরি আত্মবিশ্বাসী, সামনের সিরিজটা নিজেরাই করতে পারবে। এজন্য কার কী চাওয়া, কী পরিকল্পনা, কিভাবে কাজ করবে, কবে থেকে ক্যাম্প শুরু হবে-এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

পাপন জানান, কোচ নিয়োগে কোনও তাড়াহুড়ো করতে চায় বিসিবি। বোর্ড সভাপতি বলেন, ‘কোচ নিয়োগ হতেও পারে, আবার নাও হতে পারে। কালকেও একজন আসবে। বোর্ড মিটিং আছে। আমি জানতে চেয়েছি শ্রীলঙ্কা সিরিজের আগে হেড কোচ নিয়োগের কোনও তাড়া আছে কিনা। ওদের সঙ্গে কথা বলে বুঝলাম কোনও তাড়া নেই।তারা আত্মবিশ্বাসী। কথা বলে বুঝতে পেরেছি তাড়াহুড়ো করে কোনও কোচ দরকার নেই তাদের। আমরা আস্তে ধীরে সবচেয়ে ভালো সমাধানের দিকে এগোতে পারব।’

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :