চাকরি স্থায়ীকরণে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১০

গ্রামীণ ব্যাংকে কর্মরত দৈনিক ভিত্তিক কাজে পিওন কাম গার্ড পদে নিয়োগপ্রাপ্তদের চাকরি গত ২০ বছরেও স্থায়ী হয়নি। একই সাথে ব্যাংকের অন্যান্য কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা না দিয়ে দৈনিক ভিত্তিক কর্মচারীদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির সভাপতি আজিজুল হক বাবুল।

শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজিজুল এ কথা বলেন। এ সময় গ্রামীন ব্যাংকে অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের পক্ষে পাঁচ দফা দাবি উত্থাপন করেন তিনি।

আজিজুল হক বলেন, ‘এতো বছর ধরে এই প্রতিষ্ঠানে আমরা কাজ কছি, তারপরেও আমাদেরকে চাকরিতে স্থায়ী করা হয়নি। আমরাও তো দেশের নাগরিক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আমাদেরও আছে। আমাদের বাঁচার অধিকার দেয়া হোক।’

১৯৯২ সাল থেকেই বিভিন্ন ভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছি অভিযোগ করে তিনি বলেন, ‘একটানা ২৪ ঘণ্টা কাজ করতে হয়। সাপ্তাহিক ছুটি, ব্যাংকিং ছুটি, সরকারি ছুটি, এমনকি ঈদের ছুটিও আমদের দেয়া হয় না। অসুস্থতার কারণে অফিসে আসতে না পারণে বেতন কেটে নেয়া হয়।’

সংগঠনটির সভাপতি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের চাকরির নীতিমালা অনুযায়ী নিয়োগের তারিখ থেকে সর্বোচ্চ নয় মাস অস্থায়ীভাবে রাখার বিধান আছে। কিন্তু কর্তৃপক্ষ সেই নীতিমালা ভঙ্গ করে আমাদেরকে ২০ বছর ধরে অস্থায়ী করে রেখেছে। একই নীতিমালায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করা হচ্ছে, আর আমদের দৈনিক ভিত্তিতে কাজ করানো হচ্ছে।’

পাঁচ দফা দাবি

-গ্রামীণ ব্যাংকে কর্মরত সব অস্থায়ী পিওনদের চাকরিতে স্থায়ীকরণ।

-সব বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

-ব্যাংকে কর্মরত অস্থায়ী কর্মচারীদেরকে একটানা ২৪ ঘণ্টা ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে।

-যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে বকেয়া বেতনসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।

-গ্রামীণ ব্যাংককে শ্রম আইনের আওতায় আনতে হবে।

(ঢাকাটইমস/০৯ ডিসেম্বর/এএকে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :