যশোরে ৫ জয়িতাকে সম্মাননা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৭

রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে যশোর জেলা পর্যায়ে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আট উপজেলা পর্যায়ে আরও ৫ জন করে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।

জেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সফল মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম, শিক্ষা ও চাকরিতে সফল অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের আব্বাস আলী বিশ্বাসের মেয়ে শায়লা ইয়াসমিন। সফল জননী অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার আলী আকবরের স্ত্রী মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছেন শার্শা উপজেলার শহর আলীর মেয়ে জায়েদা খাতুন ও সমাজ উন্নয়নে সদর উপজেলার নীলগঞ্জ এলাকার অমর পালের স্ত্রী অনুপমা মিত্র।

এছাড়া সদর উপজেলা পর্যায়ের ৫ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সফল সদর উপজেলার নতুন উপশহর এলাকার শফিকুর রহমানের স্ত্রী ফাতেমা জোহরা। শিক্ষা ও চাকরিতে সফল শহরের পুরাতন কসবা এলাকার ডেভিড বিশ্বাসের শিখা বিশ্বাস। সফল জননী শহরের ঘোপ এলাকার সৈয়দ হাসান ইমামের স্ত্রী রাশিদা ইমাম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছেন কিসমত নওয়াপাড়া এলাকার কদম রসুলের মেয়ে রহিমা খাতুন ও সমাজ উন্নয়নে সদর উপজেলার নীলগঞ্জ এলাকার অমর পালের স্ত্রী অনুপমা মিত্র।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনের সভাপতিত্বে জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা এফপিএবি কর্মকর্তা আবিদুর রহমান ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা মাহমুদা। জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের সম্মাননা প্রাপ্ত অনুপমা মিত্র ও সদরের শিখা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চলনা করেন জয়িতা লিপিকা দাসগুপ্তা।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :