মেডিয়েশনের ওপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৭, ২০:২৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭, ২০:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুইদিন ব্যাপী আরবিট্রেশন ও মেডিয়েশন সম্পর্কিত একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি। আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করবেন।

প্রশিক্ষণ সম্পর্কে ধারণা দিতে শনিবার সুপ্রিম কোর্টের বার ভবনের আরবিটেশন সেন্টারে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সার্টিফায়েড মেডিয়েটর সমরেন্দ্র নাথ গোস্বামী।

তিনি বলেন, আরবিট্রেশন ও মেডিয়েশন সম্পর্কিত ট্রেনিংটি ব্যক্তি জীবন,পেশাগত দক্ষতা উন্নয়ন ও সুশৃংখল বিচার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়া এই বিশেষ প্রশিক্ষণ মেধা বিকাশে সহায়ক শক্তি হিসেবে রাষ্ট্রীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় জানানো হয়, বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় UNCIRTEL MODEL LAW, MOCK MEDIACTION সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আন্তর্জাতিক মেডিয়েটররা প্রশিক্ষণ দেবেন।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এমএবি/জেডএ)