‘আ.লীগ গুম-খুনের রাজনীতি করে না’

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:৫১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চারটি ইউনিয়নে যুব মহিলালীগের কর্মী সভা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক সভা হয়।

উপজেলার বাসাইল, কোলা, বালুরচর, লতব্দী ইউনিয়নে শনিবার যুব মহিলালীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিন। আওয়ামী লীগ গুম খুনের রাজনীতি করে না। এই সরকার ক্ষমতায় থাকাকালে আপনার আমার ভাই ও বোনের নির্বিঘ্নে রাস্তায় বের হতে পারছে। মা বোনের ধর্ষণকারীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে সরকার। আওয়ামী লীগে ভোট দিলে শান্তিতে থাকবে দেশের মানুষ। এ সময় তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আলীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ বাচ্চু, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম, বাসাইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম টিটু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ যুব মহিলালীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক শারমীন আলম আরজু, বাংলাদেশ যুব মহিলালীগের সদস্য ফেরদৌসী খানম রোজী, জেলা যুব মহিলালীগের আহ্বায়ক মোরশেদা বেগম লিপি, ইউপি সদস্য হাজী আইয়ুব খান প্রমুখ।

চারটি ইউনিয়নে ১ জন আহবায়ক ও দুইজন করে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :