পুলিশকে আহত করে পালাল আসামি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ২২:১১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরোয়ানাভুক্ত মাদক মামলার এক আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। আসামি পলায়নের আগে অভিযানে অংশ নেয়া আখাউড়া থানার এক এএসআই ও কনস্টেবলকে ঘুষি মেরে আহত করা হয়।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আখাউড়া উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে।

আহত পুলিশ অফিসার এএসআই কামরুল ও কনস্টেবল শামীমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পলাতক মাদক মামলার আসামি আলামিন নুরপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সাঈদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি আলামিন তার বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদে পুলিশের একটি দল গ্রেপ্তার করতে নুরপুর তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেপ্তার করা হলে সে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ (হাতকড়া) পালিয়ে যায়। এ হামলায় এএসআই কামরুল ও পুলিশ সদস্য শামীম আহত হয়।

ওসি জানান, আলামিনকে ফের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :