মির্জাপুরে রবি ফসল আবাদে ক্ষতির আশঙ্কা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ২২:১৮

হেমন্তের শেষ সপ্তাহে দিনভর বৃষ্টিতে মির্জাপুরে রবি ফসল আবাদের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সূত্র।

উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ষার পানি দেরিতে যাওয়ায় এ বছর রবি ফসলের আবাদ নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে হয়েছে। বিশেষ করে এ উপজেলার অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিত সরিষার আবাদ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

সূত্র জানান, এ বছর উপজেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮১৫০ হেক্টর, সেখানে অর্ধেকও আবাদ হয়নি বলে জানা গেছে। এই অবস্থা আলু ও গম আবাদের ক্ষেত্রেও।

উপজেলার ধুপরিয়া গ্রামের কৃষক আমির আলী, বানাইল গ্রামের আয়নাল হক, বাওয়ার কুমারজানী গ্রামের নূরুল ইসলাম, জয়নাল সিকদার, আব্দুর রাজ্জাক, হিলড়া গ্রামের আব্দুল আওয়াল এবং বরদাম গ্রামের কৃষক মুক্তিযোদ্ধা নির্মল সরকার জানান, বর্ষার পানি দেরিতে যাওয়ায় এলাকার অর্ধেক কৃষক সরিষার আবাদ করতে পারেনি। তারা আরও জানান, যারা যতসামান্য সরিষার আবাদ করেছিল তা শনিবার দিনভর বৃষিতে বিনষ্ট হয়ে গেছে।

মির্জাপুর উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান জানান, অসময়ের এই বৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষতি হবে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :