যে কারণে ‘দুঃখ’ পেলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:০৪ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১০:৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে আজ মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

বৈরি আবহাওয়ার কারণে সারাদেশে টিপটিপ বৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়েছে বিপিএলেও। কারণ আজ রাত প্রায় ৯টার মধ্যে মাঠে বল না গড়ালে পরিত্যক্ত হয়ে যাবে কুমিল্লা-রংপুর ম্যাচ। তাতে করে বৃষ্টির পাশাপাশি জয়টা ভিড়বে কুমিল্লার ঘাটে।

বিপিএলের বাইলজ অনুযায়ী, ফাইনালের টিকিট হাতে পাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্বপ্নভঙ্গ হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের।

মানতে পারছেন না রংপুরের দলনেতা। রীতিমত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ম্যাশ বলেন, ‘আসলে প্রকৃতির ওপর তো কারো হাত থাকে না। কিন্তু খুব ভালো হতো একটা রিজার্ভ ডে থাকলে। কারণ, বিপিএলের মতো একটি টুর্নামেন্টের সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে সেটা তো দুঃখের।’

রিজার্ভ ডে থাকা উচিৎ ছিল উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমি অবশ্য এটা (বৃষ্টি) নিয়ে ভাবছি না। তবে অবশ্যই বলবো এরকম পর্যায়ে রিজার্ভ ডে থাকা উচিৎ এবং বিসিবি চাইলে আইন তো বদলাতেই পারে। (রোববারের) খেলা না হলে রিজার্ভ ডের ব্যবস্থা নিশ্চয়ই আইনে করার সুযোগ আছে।’

ম্যাচ না হলে দর্শকদের হতাশার কমতি থাকবে না মনে করছেন মাশরাফি। ‘এই যে হাজার হাজার দর্শক এমন একটা ম্যাচ দেখতে মাঠে আসবে। আরও কতো মানুষ এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে। এখন বৃষ্টির জন্য এবং রিজার্ভ ডে না থাকায় এরকম একটা ম্যাচ খেলা না হলে তো এমন বড় একটি আসরের দর্শকদের জন্যও তা অনেকটা অবিচারের মতো হয়ে যায়।’

উল্লেখ্য, ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আগামী ১২ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে ঢাকার প্রতিপক্ষ এই ম্যাচের বিজয়ী দল।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :