নড়াইলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১১:৫০

নড়াইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে করণীয় শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইলের নড়াগাতির থানার বাগুডাঙ্গা বড়মাঠ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সৌদি আরবের বিশিষ্ট ধর্মপ্রচারক আওলাদে রাসুল (সা.) শাইখ নাসির বিল্লাহ মক্কী।

গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত ডিআইজি সরদার রকিবুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদার, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হাসান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী নাফিউল মাজিদ, নড়াইলের সন্তান যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সারোয়ার হোসেন, খুলনার তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাচ্চু বিশ্বাস, আমেরিকার নিউইয়ার্কের ব্রুকলিন জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি ইমরান হুসাইন, গোপালগঞ্জের ইসলামপুর মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইসমাইল ইব্রাহীম, গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাকসুদুল হক, বাগেরহাটের জামিয়া হালিমিয়া উদয়পুর মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আহমাদ ইকবাল, ঢাকার সেগুনবাগিচা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, কাওমী মাদ্রাসা কল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ মাওলানা আতাউর রহমান, খুলনা অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য রায়হান ফারুকী ইমাম, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন হিরু প্রমুখ।

বক্তারা, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সন্তানদের মাদকমুক্ত রাখার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :