মেইজুর ৮ জিবি র‌্যামের নোট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৩:৪১

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজু নতুন একটি নোট নিয়ে আসছে। মডেল মেইজু নোট এইট। এতে ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে এতে ডুয়েল ক্যামেরা এবং ডুয়েল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে।

মেইজুর নোট এইট মাইকেল মুলিবার নামের এক ডিজাইনের তৈরি। এটি পানি রোধী। একই সঙ্গে ধূলোবালি প্রতিরোধী। অ্যালুমিনিয়া চেসিসের তৈরি ফোনটিতে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপসিটিভ টাচস্ক্রিন রয়েছে। এর ডিসপ্লে বেজেললেস ডিজাইনে তৈরি। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও ১৬:৯।

ফোনটিতে কোয়ালকম এমএসএম৮৯৫৩ স্ন্যাপড্রাগন চিপসেট সংযোজন করা হয়েছে। ডিভাইসটি দুইটি রম ভার্সনে পাওয়া যাবে। একটি ৩২ জিবির। অন্যটি ৬৪ জিবির। উভয় রম ভার্সনেই ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে র‌ম ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।

ছবির জন্য মেইজুর নতুন নোটে ১৪ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :