সড়ক দুর্ঘটনা এড়াতে নতুন গতিসীমা নির্ধারণ সৌদির

আমীর চারু , সৌদি আরব প্রতিনিধি
| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪০

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে মহাসড়কসহ বিভিন্ন সড়কে নতুন গতিসীমা নির্ধারণ করেছে সৌদি আরব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন করে গতিসীমা নির্ধারণের কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমে যাবে বলে আশা করা হচ্ছে। মহাসড়কগুলোতে সাধারণত নির্ধারিত গতিসীমার মধ্যে ধীর গতিতে চলা পরিবহনের কারণে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে থাকে। এ দিক লক্ষ্য রেখে ছোট গাড়ির জন্য প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বড় গাড়ির জন্য গতি সীমা ২০ কিলোমিটার বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিপণন ও কর্পোরেট যোগাযোগের মহাপরিচালক তুর্কি আল-তাইমি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় ১,৮৬৪ জন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। নতুন গতি সীমা নির্ধারণের ফলে ২০২০ সালের মধ্যে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা ২৫ শতাংশ কমাতে পারবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, সড়কে নিরাপত্তা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রণালয় কয়েকটি প্রকল্পের উদ্যোগ নিয়েছে। ২০১৮ সালের প্রথম দিকে কিছু প্রধান সড়কে নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন শুরু করবে। নিরাপত্তা বলয়ে মধ্যে রয়েছে রিয়াদ-দাম্মাম, রিয়াদ-তাইফ এবং রিয়াদ-কাসসিম মহাসড়ক।এ ছাড়া ধীরে ধীরে অন্যান্য সড়কগুলোতেও নিরাপত্তা ব্যবস্থার তালিকায় আনা হবে ।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :