বর্ণাঢ্য আয়োজনে ভোলা মুক্ত দিবস পালিত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭

ভোলায় আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ভোলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদারের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার মো. অহিদুর রহমান, নির্বাহী মাজিস্ট্রেট আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সেলিম জমাদ্দার প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় ভোলা। পাকবাহিনী পালিয়ে যাওয়ার পর ১০ ডিসেম্বর সকালে কালেক্টরেট ভবনের সামনে পতাকা উড়িয়ে ভোলাকে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধারা।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :