দুর্নীতি: চউকের তিন প্রকৌশলী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তিন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুপুরে নগরীর কোতোয়ালী এলাকায় চউক ভবন থেকে তাদের গ্রেপ্তার করে দুদক।

তারা হলেন, চউকের সহকারী প্রকৌশলী গোলাম সরওয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

দুর্নীতির একাধিক মামলায় তিন প্রকৌশলীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) লুৎফুল কবির।

তিনি জানান, তাদের বিরুদ্ধে অন্তত ৩০টি দুর্নীতির মামলা রয়েছে। ২০০৭ থেকে ২০০৮ সালে জরুরি অবস্থার সময় তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়। এরমধ্যে ১৫টি বিচারাধীন আছে। ১৫টি তদন্তাধীন আছে। তদন্তাধীন মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তিন প্রকৌশলীকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/আইকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা