ভারতে সহকর্মীর গুলিতে ৪ সিআরপিএফ জওয়ান নিহত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের ছত্তিশগড়ে আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কনস্টেবলের এলোপাথাড়ি গুলিতে কর্মকর্তাসহ ৪ জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন।

অভিযুক্ত কনস্টেবল সনৎ কুমারকে (৩৫) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা।

নিহতরা হলেন, উপপরিদর্শক বি কে শর্মা (৩৪),উপপরিদর্শক মেঘ সিং (৫২), সহকারি উপপরিদর্শক রাজবীর (৪৮) এবং কনস্টেবল জি এস রাও (৩৭)। এছাড়া গজানন্দ নামে এক কনস্টেবল আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা জম্মু ও কাশ্মির, অন্ধ্র প্রদেশ, গুজরাট ও রাজস্থানের বাসিন্দা।

গতকাল শনিবার সন্ধ্যা ৫টার দিকে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বীজাপুর জেলার বাসগুডা সিআরপিএফ ক্যাম্পের ওই ঘটনায় পুলিশের পাশাপাশি সিআরপিএফের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ওই ঘটনায় দুঃখ ও শোক ব্যক্ত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বস্তারের পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, শনিবার বিকালে উচ্চপদস্থ সহকর্মীদের সঙ্গে বচসার জেরে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালান কনস্টেবল সনৎ কুমার।

সিআরপিএফ-এর মুখপাত্র দীনাকরণ মোজেস বলেন, সনৎ কুমার একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালান। তাকে হেফাজতে নেয়া হয়েছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসআই)